দুই দিন আগেই অমর একুশে বইমেলা শেষ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নির্ধারিত সময়ের দুই দিন আগে আগামী সোমবার (১২ এপ্রিল) অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে তার বরাত দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানিয়েছেন৷
করোনা ভাইরাস মহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিলে এবারের বইমেলা৷
শুরু হওয়ার পরও করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ এপ্রিল থেকে মেলা বিকেল তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়৷
এরপর ৫ এপ্রিল থেকে করোনা মহামারিতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হয়নি অমর একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ এড়িয়ে চলছে বইমেলার কার্যক্রম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.