দুই ট্রেনের সংঘর্ষে নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মন্দভাগ রেলওয়ের স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলাটি করেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস এ তথ্য বিটিসি নিউজকে জানান। গতকাল মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষের ঘটে। এতে ১৬ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় লোকোমাস্টার তাহের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপুদে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মন্দভাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী বিটিসি নিউজকে জানান, আউটার ও হোম সিগনালে লালবাতি (সতর্ক সংকেত) দেয়া ছিল। কিন্তু তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.