দুই জেলার বন্যার্তদের পাশে রাজশাহীর রক্ত বন্ধন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: লক্ষীপুর ও ফেনী দুই জেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত বন্ধন ফাউন্ডেশনের সদস্যরা।
শুক্রবার ৯ থেকে ১১ সেপ্টেম্বর ৩ দিন লক্ষীপুর জেলা ও ফেনী জেলার প্রায় ১হাজার মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ, পোষাক, খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি’র সদস্যরা।
রাজশাহী থেকে ত্রানের পণ্যগুলো নিয়ে ৩ সদস্যের একটি দল গত ৮ সেপ্টেম্বর লক্ষীপুর ও ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে লক্ষীপুরে ২দিন ক্যাম্পেইন পরিচালনা করে ফেনীতে পৌঁছে সংগঠনের প্রতিনিধিগণ। সেখানে পানি বন্দি অসহায় মানুষের মাঝে ঔষধ, পোষাক, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.