দুই অর্ধশতকে ভর করে দারুণ লড়াইয়ে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই ইনিংসেই ভালো শুরু করেছে বাংলাদেশ। প্রথম দিনের বোলিংয়ে ১ ঘণ্টা ক্ষুরধার পারফরম্যান্স দেখান শরিফুল-তাসকিন। দ্বিতীয় দিনে কিউইদের ৩২৮ রানে থামিয়ে ব্যাটিংয়ে ভালো খেলছেন টাইগাররা।
অর্ধশতক তুলে নিয়েছেন টপঅর্ডারের দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।
দলীয় ৪৩ রানের সময় বাঁহাতি ওপেনার সাদমান ইসলামকে কট অ্যান্ড বোল্ড করেন ওয়াগার।  ২২ রান করে সাজঘরে ফিরলেন তিনি। এর পর জয়-শান্ত জুটি স্কোর বোর্ডে এখন পর্যন্ত যোগ করেছেন ৯১ রান।
তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় খেলছেন ধীরে-সুস্থে। ১৬৫ বলে ৫ বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন জয়।
অন্য প্রান্তে তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত কিছুটা মারমুখী।
৬ বাউন্ডারি ও এক ছক্কায় অর্ধশতক তুলে নিয়েছেন শান্ত। ৯৮ বলে ৫৮ অপরাজিত তিনি।
এ রিপোর্ট লেখার সময় ৫২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।
এখনও প্রথম ইনিংসে ১৯৪ রানে পিছিয়ে সফরকারীরা।
মাউন্ট মাঙ্গানুয়ে আজ দিনের শুরুটাও ভালো করেছেন বাংলাদেশের বোলাররা।
বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে খুব বেশি বড় হতে দেয়নি নিউজিল্যান্ডের সংগ্রহ।
গতকাল শনিবার (০১ জানুয়ারি)  ম্যাচের প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল নিউজিল্যান্ড।
আজ রবিবার (০২ জানুয়ারি)  তাদের বাকি ৫ উইকেট তুলে নিতে বাংলাদেশের লেগেছে ২০.৪ ওভার। আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয়েছেন কিউইরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.