দুঃসংবাদ দিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হন্ডুরাসের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কদিন আগেই শপথ নেন জিওমারা কাস্ত্রো। তার সমর্থকদের জন্য দুঃসংবাদ। দায়িত্ব নেওয়ার পর কিছুদিন না যেতেই অসুস্থ হয়ে পড়েছেন কাস্ত্রো। তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
গতকাল রবিবার (০৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তার উপসর্গগুলো মারাত্মক নয়।
তিনি আইসোলেশনে থেকে দায়িত্ব পালন করে যাবেন। এর আগে কোভিডের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল বলে টুইটে জানিয়েছেন জিওমারা।
৬২ বছর বয়সি জিওমারা কাস্ত্রো জানুয়ারির শেষ দিকে দায়িত্ব নেন। এক যুগ আগে তার স্বামীকে প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত করা হয়।
জিওমারার শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ অনেকে দেশের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তার শারীরিক কোনো জটিলতা নেই বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.