খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ দেবে কার্ভাড ভ্যান আটকে পড়েছে। এতে লংগদুর সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান।
স্থানীয়রা বিটিসি নিউজকে বলেন, মালবোঝাই কর্ভাড ভ্যান বেতছড়ি সেতু পার হতে গেলে একটি পাটাতন দেবে যায়। পরে কর্ভাড ভ্যান উদ্ধার করার সময় আরও কয়েকটা পাটাতন দেবে যায়। এতে বেইলি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিকল্প পথে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও মালবাহী ট্রাক ও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছে স্থানীয় বাসিন্দারা।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বিটিসি নিউজকে বলেন, “লংগদুর সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য আমাদের কর্মীরা কাজ করছে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

















