দিল্লির জামিয়া মিলিয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১০

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে কোন শিক্ষার্থী নেই বলে পুলিশ জানিয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের অনেকেরই ক্রিমিনাল রেকর্ড আছে।

এদিকে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থা যারা এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তারা আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কেরালায় হরতাল ডেকেছে।

এছাড়াও দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশ গুলি চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিক্ষোভে কোন গুলি চালানো হয়নি।

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকে এর প্রতিবাদে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৬ জন।

এমন পরিস্থিতি ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। খবর এনডি টিভি, দ্য হিন্দু#

Comments are closed, but trackbacks and pingbacks are open.