দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, ৭ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।
গভীর রাতে দিল্লির ওই হাসপাতালে ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে।
শনিবার গভীর রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের বিষয়ে শনিবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে কল পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬ টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাত শিশু মারা যায়। আরও পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অবশ্য আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পৃথক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। তথ্য পাওয়ার পর ফায়ার ব্রিগেডের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে শনিবার গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা যায়।
সহকারি পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, ‘অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন।’
এই ঘটনায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.