দিনে ভ্যানচালক, রাতে ডাকাত : গ্রেপ্তার-৫

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা বিভিন্ন থানা এলাকায়, চাঁদপুর জেলা এবং ফরিদপুর জেলার সালথা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দিনে ভ্যানচালনাসহ বিভিন্ন পেশায় নিয়জিত থাকতেন।
অভিযুক্তরা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার সরুপদিয়া এলাকার শফিকুল ইসলাম, সুমন শেখ, বাবুল শেখ, সৈয়দ আলী মাদবর, কমলা বেগম।
এ সময় লুণ্ঠিত হওয়া ১টি মোবাইল ফোন, ১টি এয়ারগান এবং ডাকাতি কাজে ব্যবহিত ১টি সেলাই রেঞ্জ ও ১টি শাবল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সমস্ত ডাকাতির সঙ্গে সম্পৃক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা ঢাকার বড় গোল্লা এলাকায় গত ৪ মে রাতে চালর্স জনি ডি ক্রুজের (৩৯) বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.