দিনাজপুর ধর্মজৈন সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

 দিনাজপুর প্রতিনিধিগতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে। সে গরু পাচারকারী চক্রের একজন সদস্য বলে ধারণা করছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নাহিদুজ্জামান

বিটিসি নিউজকে জানান, গতকাল শনিবার রাত দেড়টায় বিএসএফের গুলিতে আলম নিহত হন। তবে তিনি যে স্থানে নিহত হয়েছেন সেই স্থানটি ভারতে হলেও কাঁটাতারের বেড়ার এপারে।

গুলির শব্দ শোনার পর ঘটনাস্থল থেকে আলম হোসেনের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে স্থানীয়রা।

বিজিবি অধিনায়ক বলেন, ‌ এ বিষয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি। বৈঠকে তাদের গুলি ছোড়ার ঘটনায় প্রতিবাদ করা হবে।’

নিতহ আলম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান কর্নেল কাজী নাহিদুজ্জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.