দিনাজপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা 

দিনাজপুর প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ-দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
২৫ মার্চ ২০২৪ সোমবার রাত ৯টায় শহরের বাসুনিয়াপট্টিস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী এর প্রান্তবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামসুর রহমান পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, উপ দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, সদস্য সৈয়দ সালাউদ্দিন দিলীপ ও জেলা যুবলীগ নেতা প্রভাষক মোঃ মাসুদ হোসেন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে ৭১’ এর ২৫ মার্চ এর নিহত শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.