দিনাজপুরে ডাকাত দলের সক্রিয় ৩ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুরের বিরলে ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিরল উপজেলার পলাশবাড়ী ইউপি’র চোকের হাট হতে বিজোড়াগামী পাকা রাস্তার দক্ষিন বিষ্ণুপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিরল পুলিশের একটি টহলদল তাদের আটক করে।
আটককৃতরা হলো, বিরল উপজেলার বিজোড়া ইউপি’র চককাঞ্চন বাইশাপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আরমান আলী কবির (৩০), জাবেদ আলীর ছেলে লিয়াকত আলী (২০) এবং একই এলাকার মোকছেদ আলীর ছেলে শাকিল খান (২৩)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২ ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ডাকাতদের তল্লাশী করে তাদের ব্যবহৃত মটরসাইকেলের ছিটের নিচ থেকে ১টি ধারালো চাইনিজ কুড়ালসহ ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, আটক ও পলাতক ডাকাত সদস্যরা দলবদ্ধ হয়ে মুখে মাক্স পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহলদল ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.