দিনাজপুরে জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আলোক প্রজ্বালন

দিনাজপুর প্রতিনিধি: “মুক্তিযুদ্ধের অঙ্গীকার-সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আলোক প্রজ্বালন।
২৫ মার্চ ২০২৪, সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার এ অনুষ্ঠিত আলোক প্রজ্বালন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, নাট্য সমিতির সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, দোলন চাঁপা সংগীত বিদ্যালয় এর সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সংগীত শিল্পী কল্যান পরিষদ এর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, বৈকালী নাট্য গোষ্ঠী দিনাজপুর এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অম্বিকা সাংস্কৃতিক পরিবার এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর কবিতা উৎসব পরিষদের সদস্য সচিব নিরঞ্জন হীরা, নতুন প্রজন্ম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক মামুনুর রহমান জুয়েল, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক সুজন দে, বাহে পত্রিকার সম্পাদক চাষা হাবিব, বিশিষ্ট সাংবাদিক আজাহারুল আজাদ জুয়েল, পাতা সাহিত্য ও সাংস্কৃতিক পরিবারের এর পক্ষে অদিতি রায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আমাদের থিয়েটার এর সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ।
এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সকল সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.