দিঘলিয়া উপজেলার আতাই নদীতে কুমিরের অস্তিত্ব 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলার আতাই নদীর আড়ুয়া আবালগাতী এলাকায় কুমিরের অস্তিত্ব দেখা গেছে। কখনও চুপচাপ আবার কখনও মাঝ নদীতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে।
পত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাংলাদেশের সুন্দরবন এলাকার নদীগুলোতে কুমিরের বসবাস। বর্তমানে দিঘলিয়া উপজেলার নদীগুলোতে কুমির ছড়িয়ে পড়েছে।
এ উপজেলার আতাই নদীতে কুমিরের ঘোরাফেরা দেখে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন সুন্দরবন এলাকার নদীর কুমির অজ্ঞাত কারণে খুলনার রূপসা, আতাই, মজুদখালী, ভৈরব হয়ে নড়াইলের মধুমতি ও নবগঙ্গা নদীতে কুমির ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই ধারণা ব্যক্ত করছেন।
কুমিরের অস্তিত্ব ও নদীতে সাঁতার কাটতে দেখে প্রত্যক্ষদর্শীরা সোস্যাল মিডিয়ার মাধ্যমে কুমিরের মাঝ নদীতে সাঁতার কাটতে দেখে ছবি ভাইরাল করেছেন। দিনে-রাতে নদীকূলের মানুষকে সাবধানে মাছ ধরা, নদীতে গোছল করা বা রাতে নদীতে অন্ধকারে না চলার অনুরোধ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.