দিঘলিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় ক্লাস্টার সদস্যদের মৌলিক কারিগরি প্রশিক্ষণ 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:  খুলনার দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী (২-৪ জানুয়ারী) মৌলিক কারিগরি প্রশিক্ষণ কর্মশালা দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষণে প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রণজিত কুমার রায় সহ দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের প্রশিক্ষকবৃন্দ।
উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা।
খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ, জেলা মৎস্য অফিসার কৃষিবিদ জয়দেব পাল ও উপ প্রকল্প পরিচালক (এসসিএমএফপি) সরোজ কুমার মিস্ত্রী কর্তৃক দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিবীক্ষণ ও রিসোর্স স্পিকার হিসেবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
দিঘলিয়ায় উপস্থিত কর্মকর্তাগণ পানিগাতী চিংড়ি চাষি ক্লাস্টার-২ পরিদর্শন ও ক্লাস্টার চাষিদের সাথে মতবিনিময় করেন। অতঃপর উপজেলা মৎস্য দপ্তরের এপিএ কার্যক্রম এবং রেজিস্টারসমূহ পরিবীক্ষণ করেন।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, এ প্রশিক্ষণে পানিগাতী চিংড়ি চাষি ক্লাস্টার-৩ এর চাষিরাই এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.