দিঘলিয়ায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক অনুষ্ঠানের কি নোট স্পিকার হিসেবে বক্তৃতায় বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এজনপদের পিছে পড়া কৃধিকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৎকালীন পদক্ষেপগুলো তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাস্তবায়ন হতে চলেছে। যেখানে যে ফসলকে এগিয়ে নেওয়া সম্ভব সেখানে সেই ফসলের চাসের প্রতি গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এ অঞ্চলের পান, সরিষা, ধান,  অান সিজিন তরমুজ ও বাদামের চাষকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
বুধবার (২৫ জানুয়ারী) দিঘলিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত প্রকল্পের এক অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দিঘলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তারিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাহরিয়ার রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, দিঘলিয়া থানা ওসি তদন্ত রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বারাকপুর কৃষি প্রজেক্টের ব্যবস্থাপক কৃষক আব্দুল ওহাব শেখ, দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান তারেক, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সমাজ সেবক মুন্সি মাহবুবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.