বিশেষ (খুলনা) প্রতিনিধি:দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে অসহায় জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকাল ৪ টায় উপজেলা মাঠে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী, দিঘলিয়া থানা ওসি তদন্ত মোঃ হেলালুদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিশোর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাহাদাত হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিদ্যুৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিঘলিয়া উপজেলার সুবিধাভোগী জেলে পরিবার এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ১৫ এপ্রিল হতে ১১ জুন ২০২৫ পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আদেশকৃত ৫৮ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ রাখার নিষিদ্ধকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারীভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.