দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শহীদুল্লাহ এর ইন্তেকাল

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বাহান্ন এর ভাষা সৈনিক বর্ষিয়ান নেতা সৈয়দ মোঃ শহীদুল্লাহ (৯০) বৃহস্পতিবার রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ভাই বোন, ২ পুত্র, নাতি-নাতনী, আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা স্থানীয় মাদ্রাসা ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আঃ রকিব মল্লিক, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, মোল্যা আবেদ হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন।
আরো শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ওয়াহিদুজ্জামান রানা, জহিরুল ইসলাম, সৈয়দ রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম ভুট্টো, মামুন রেজা অপু, কুদরত ই ইলাহী স্পিকার, শহিদুল ইসলাম ছোট্ট, মাহমুদুল হাসান মিঠু, কে এম মোবারক হোসেন, মোহাম্মদ আলী টুটুল, আঃ কাদের জনি, জাকির শিকদার, তায়েজুদ্দীন, এ্যাডঃ জাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু রায়হান জিনিয়াস, লোকমান হোসেন, মিল্লাত, মন্টু, আনোয়ার হোসেন, আঃ কুদ্দুস খান, রবি বিশ্বাস প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.