দিঘলিয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণি সম্পদ প্রদর্শনী 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। স্বাগত বক্তৃব্য পেশ করেন দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, প্রাণি সম্পদ অফিসার মামুন অর রশীদ, আব্দুস সোবহান, আরিফ হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.