দিঘলিয়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের এক সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (০৩ জুন) পৌনে ১২ টার সময় দিঘলিয়া উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষি সামগ্রী (মৌসুমী বীজ, গাছের চারা, ফসলী নেট এবং পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনী বিলবোর্ড) বিতরণ করা হয়।
উক্ত পারিবারিক পুষ্টিবাগান স্থাপন বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে দিঘলিয়া উপজেলাস্থ ৬টি ইউনিয়নের ১৮৬ জন প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২০২৫ অর্থবছরের (২য় সংশোধিত) প্রাপ্ত কৃষি সামগ্রীসমূহ বিতরণ করা হয়। এ সময় সকলকে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (পারিবারিক পুষ্টি বাগান) বাস্তবায়নে সকলের মাঝে একটি নির্দেশিকা সম্বলিত মডেল লিফলেট বিতরণ করা হয়।
পরবর্তীতে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃসিবিদ মোঃ কিশোর আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান কর্তৃক উপস্থিত সকল কৃষকদের উদ্দেশ্যে জমি নির্বাচন, বীজ বপনের সঠিক সময়, কীটনাশক প্রয়োগ এবং সেচ প্রদান সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় দিঘলিয়া উপজেলার বিভিন্ন ব্লকের উপ সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত কৃষি সামগ্রীসমূহ বর্ষাকালীন (তিন মাস মেয়াদী) মৌসুম ভিত্তিক সবজি উৎপাদন পরিকল্পনার অংশ হিসেবে ১ম-৫ম খন্ড ভেদে ৫ প্রকার বীজ (লালশাক, ডাটা শাক, টমেটো, পুঁইশাক, গীমা কলমি, মুলা, বেগুন, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং পালং শাক) ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.