দিঘলিয়ার কৃতি সন্তান ইংরেজী শিক্ষক মাহমুদুল হকের মৃত্যু


দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরিষাপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব মৌলভী মোহাম্মদ আলীর ছোট ছেলে আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও অধ্যাপক মনিরুল হক বাবুল ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলমের ছোট ভাই খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী বিষয়ের শিক্ষক বিশিষ্ট ভ্রমণ প্রেমিক বা পর্যটক মোঃ মাহমুদুল হক (৫৩) গতকাল বুধবার বিকাল ৬টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি ইতোমধ্যে দেশের মধ্যে ও দেশের বাইরে অনেক ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান, পার্কসহ অনেক জায়গা ভ্রমণ করেছেন। আজ সকাল ১০ টায় সেনহাটি জাকারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত জানাজায় উপস্থি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল ইসলাম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ আমীর এজাজ খাঁন, সদস্য সচিব মোঃ মনির হাসান বাপ্পী, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও মরহুমের ভাই ডাঃ মোঃ মাহবুবুল আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ডাঃ সৈয়দ আবুল কাসেম, খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও মরহুমের ভাই অধ্যাপক মনিরুল হক বাবুল, পথের বাজার মোস্তফা রশিদী সুজা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক, খুলনা সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোঃ নাজমুল হক, বিশিষ্ট সমাজ সেবক, সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সুগন্ধী রোজ ক্লাব এবং সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোল্যা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা জিএম আকরাম ও মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, সৈয়দ জাহিদুজ্জামান, এস লিয়াকত হোসেন, শেখ আঃ সালাম, মোঃ শাহজাহান, শিক্ষক নেতা কামরুল ইসলাম ও শেখ ইসরাইল হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ সাইফুর রহমান মিন্টু, পারভেজ সাজ্জাদ বাবলা, আঃ রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ।
এছাড়াও দিঘলিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.