বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে বিদ্যালয়ের ১৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মোঃ ফরহাদ হোসেনের জ্ঞানগর্ব বক্তব্য এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম কর্তৃক বেলুন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বিদ্যালয়ের ১৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন-২০২৫ এর উদ্বোধন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানান এবং শপথ গ্রহণ করেন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বিউটি পারভিন এবং ক্রীড়া শিক্ষক ওমর আলী বিশ্বাস এর শ্রুতি মধুর কন্ঠে উপস্থাপনের মধ্য দিয়ে ২৭টি ইভেন্টের মাধ্যমে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ পর্ব শেষ হলে দেশের নামিদামি শিল্পীদের সুরেলা কন্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.