দিঘলিয়ায় সবুজ বিপ্লব সফলে ইউএনও এর উদ্যোগ

বিশেষ (খুলনা) প্রতিনিধি: গাছ লাগান পরিবেশ বাঁচান সার্বজনীন এই শ্লোগানকে সামনে নিয়ে দিঘলিয়ার মানবিক ইউএনও দিঘলিয়ার সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, স্কুল-কলেজে ও মাদ্রাসা-মসজিদের শিক্ষক এবং সভাপতিদের নিয়ে সবুজ বিপ্লবকে সফল করার মানসে বৃক্ষ পালন কর্মসূচি সফল করে চলেছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, সরকারি রাস্তার পাশে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে চলেছেন প্রতিষ্ঠান প্রধানগণ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কর্মীগণ। আর এ কর্মসূচি পালন করছেন এ সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সদস্যগণ ও কমিটির নেতৃবৃন্দ।
বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারার অর্থায়ন করছেন দিঘলিয়া উপজেলার মানবিক নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। আর বৃক্ষ রোপন কর্মসূচি সফল করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের একঝাক তরুন কর্মীরা।
এ ভাবে কর্মসূচি চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পরিচিতি লাভ করবে সবুজ বনায়নে ভরপুর দিঘলিয়া।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.