বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দূর্গা উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও বর্ধিত সভা দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রতন কুমার মিত্র, সদস্য সচিব শিমুল কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রবীর রায়, দিলিপ দাস, অঞ্জন বিশ্বাস, স্বপন কুণ্ডু, নিত্যানন্দ রায় এবং প্রচার সম্পাদক পলাশ মণ্ডল।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সৌমিত্র কুমার দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস।
সভায় আসন্ন জন্মাষ্টমী ও দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.