দিঘলিয়ায় ফাঁদ থেকে পাখি ও বাদুর উদ্ধার এবং সচেতনতা তৈরি

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়ার সেনহাটি স্কুলের পার্শ্ববর্তী এক সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়ির আম গাছে চিকন সুতার জাল দিয়ে ঘেরা দেওয়া হয়। যেখানে প্রতিনিয়ত বিভিন্ন পাখি ও বাদুর আটকে মারা যাচ্ছিল।

এমন সংবাদ পেয়ে দক্ষিণাঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, উপদেষ্টা সৈয়দ শাহজাহান এবং বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান হাসিবুর রহমানের নেতৃত্বে একটা টিম ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে বন্যপ্রাণী ও পাখির উপকারীতা সম্পর্কে বোঝানো হয় এবং ক্ষতিকর এই জাল ব্যাবহার না করে ভালো জাল ব্যাবহারের পরামর্শ দেওয়া হয়, যাতে পাখি বা অন্যান্য প্রানী ক্ষতিগ্রস্ত হবে না।
ঘটনাস্থল থেকে ৩ টি বাদুরকে জীবিত উদ্ধার করে জাল কেটে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
আলোচনার মধ্যো শিক্ষকের ছেলে তমাল হোসেন আলোর মিছিলের স্থানীয় সদস্যকে নানা রকম হুমকি প্রদান করেন এবং রাগান্বিত ভাবে বিভিন্ন বাজে ভাষা ব্যবহার করেন।
বিষয়টি সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনকে অবগত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.