দিঘলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জনৈক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম


বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৪৫) কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার (১১ জানুয়ারী) বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে দিঘলিয়ার ব্রহ্মগাতী গ্রমের বাসিন্দা মৃত শেখ আবু বক্করের পুত্র নাসির উদ্দীন (৪৫) কে ব্রহ্মগাতীর সুতিরকূল বাজার হতে নিজ বাড়িতে ফেরার পথে ব্রহ্মগাতী একই এলাকার রেজাউল মুন্সির বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইসমাইল হোসেনের পুত্র শেখ বাচ্চু (৪০) সহ অজ্ঞতা নামা ৩-৪ জন মিলে ধারালো চাপাতি দিয়ে নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় নাসির উদ্দীনের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আগত দুর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় গুরুতর আহত নাসির উদ্দীনের বড় ভাই হাসিবুর রহমান (৫৪) ১নং আসামী বাচ্চু শেখ (৪০) সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে হাসিবুর রহমান শেখ উল্লেখ করেছেন উক্ত বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবৎ তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
একপর্যায়ে গত ১১ জানুয়ারী রাত সোয়া ৮ টার দিকে উক্ত আসামিগণ ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথাড়ীভাবে নাসির উদ্দিনকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এসময় নাসির উদ্দীনের ডান পা, পিঠে, ও মুখমন্ডলে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। বর্তমানে গুরুতর আহত নাসির উদ্দিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৬, তারিখ ১২/০১/২০২৪
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই রাজেদ আলী বিটিসি নিউজকে বলেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.