দিঘলিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিটি পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। শিক্ষার্থীরা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশকে খুব দ্রুত বিশ্বের দরবারে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
“রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এ পতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী এক মত বিনিময় সভা বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও মানববন্ধন পালিত হয়। মত বিনিময় সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নাইমা হাসান চন্দ্রা। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.