বিশেষ (খুলনা) প্রতিনিধি:দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জব্বার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ। পরে পবিত্র গীতা পাঠ করেন দিঘলিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিঘলিয়া এমএ মজিদ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জব্বার, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, এনসিপি নেতা মোঃ ইমরান।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার মোঃ ফাহাদুর রহমান ফাহাদ, (ই), বিএন, দিঘলিয়া থানা ওসি তদন্ত মোঃ হেলালুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সেনহাটি আলহাজ সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ ছাত্র শিক্ষক, রাজনীতিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবে আবু সাঈদের আত্নত্যাগে হাজারো আবু সাঈদের জন্ম দিয়েছে। আর জুলাই আন্দোলনে শহিদদের আত্নত্যাগের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছে।
শহিদদের ও আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের স্মরণে রেখে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত ঘুষ, দুর্ণীতি এবং শোষনমুক্ত সমাজ ব্যবস্থার একটা নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে একসাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.