বিশেষ (খুলনা) প্রতিনিধি:দিঘলিয়া উপজেলার সেনহাটি ২নং গেট বাজার থেকে মোঃ শান্ত নামে এক বখাটে চোর ও মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় চুরি মামলা হয়েছে।
এলাকাবাসী ও দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকার হবি শেখের পুত্র শান্ত(৩০)। সে গতকাল বৃহস্পতিবার ভোরে সেনহাটি স্টার ২ নং গেট বাজারে জনৈক সেলিমের দোকানের তালা ভাঙ্গার সময় বাজারের বণিক সমিতির সভাপতি সোহেলের হাতে ধরা পড়ে।
পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সে আগের রাতে সেতারা বেগমের বাসায় ঢুকে ২ টা মোবাইল, স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে অবাধে পালিয়ে যায়।
উল্লেখ্য ধৃত শান্ত এলাকার বখাটে ও সাহসী যুবক। সে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত। সে খালিশপুর ও দিঘলিয়ার একটা শক্তিশালী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। সে এই সুবাধে এলাকায় চুরি, মাদক বিক্রিসহ নানা কাজে জড়িত।
চন্দনীমহল নিবাসী সেতারা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় শান্তর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং-৩, তারিখ ০৩/০৭/২০২৫ ইং। জিআর-৭৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বিটিসি নিউজকে জানান, ধৃত আসামী শান্ত’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.