দিঘলিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের পশ্চিম পাড়া নিবাসী আবুল খয়ের খানের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ নাসিম খানকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী ও দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ২৩/১২/২০২৪ দিবাগত রাত ১ টার দিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন গোপন সংবাদের ভিত্তিতে এস আই শেখ তারেক আহমেদের নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ জাহিদুর রহমান, কনস্টেবল মোঃ সুমন হোসেন, মোঃ আবুল হাসান, এফ এম মুজিবর রহমান ব্রহ্মগাতী-লাখোহাটি ইটের রাস্তা এলাকা থেকে উক্ত মোঃ নাসিম খানকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে নিজ হাতে পকেটে কাগজে মুড়িয়ে রাখা ৩৫ পিচ ইয়াবা বের করে দেয়।
এ ব্যাপারে আটক মোঃ নাসিম খানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ নাসিম খানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বিটিসি নিউজকে জানান, মাদকের বিরুদ্ধে দিঘলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.