দিঘলিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় র‍্যালিটি উপজেলা চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার উপজেলা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
র‍্যালি পরবর্তী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার আমির মাওলানা আবুল হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বারাকপুর ইউনিয়নের সভাপতি মাওলানা হাসান বিশ্বাস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া ইউনিয়নের সভাপতি মোল্লা খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেনহাটি ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসাইনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটা শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক সকল বৈষম্য। আজ ঐতিহাসিক মে দিবস, মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ। দীর্ঘ বঞ্চনা এবং শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এ দিন রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আজ ও সংগ্রাম করে যাচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন একান্ত প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা শ্রমিকদের পাশে থাকবে।
তিনি দিঘলিয়াসহ খুলনা অঞ্চলের সকল বন্ধ মিল কল কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধসহ চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দিঘলিয়া উপজেলা, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.