দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসার মৃত্যুবরণকারী শিক্ষকদের স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো: গতকাল ২৬ জানুয়ারি শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে দক্ষিণ এশিয়ার বিশিষ্ট পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ ইলাহী বক্স (রাহঃ) এর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখেরখীল দারুচ্ছচছালাম আদর্শ সিনিয়র মাদ্রাসার ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার মৃত্যু বর্ণনকারী শিক্ষকদের স্মরণ সভা ও দোয়া মাহফিল, শাহাজাদা শাহ মুহাম্মদ ছফি উল্লাহর সভাপতিত্বে ও নেজাম উদ্দীন টিপুর সঞ্চালনায় গতকাল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ্ব মাওলানা ফজলুল হক, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপাধ্যক্ষ মাওলানা ছরোয়ার আলম, মাষ্টার তোফাজ্জল, শাহ আমানত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুর রশিদ, রংগিয়াঘোনা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান, শেখেরখীল বায়তুর রব্বান জামে মসজিদের খতিব ও অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ছরোয়ার কামাল হাবিবী, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আব্দুশুক্কুর কোম্পানি, সদস্য আব্দুচ্ছালাম কোম্পানি, সদস্য আলহাজ্ব আব্দুল মাবুদ কোম্পানি, ছনুয়া ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোছাইন, নুরুল ইসলাম কোম্পানিসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার মৃত্যু বর্ণিনকারী শিক্ষক এবং সকল উম্মার শান্তি কামনা করে দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের,
সমাপ্তি ঘোষনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.