দারিদ্রতা ও অশিক্ষার বিরুদ্ধে দূর্গ গড়ে তুলুন : বিএমডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: তুলা উন্নয়ন বোর্ড রাজশাহীর আয়োজনে “খরাপ্রবণ এলাকায় তুলাচাষের সম্ভাবনা” বিষয়ক কর্মশালা-১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সেই ভাষণের মতই বলতে চাই, দারিদ্রতা ও অশিক্ষার বিরুদ্ধে দূর্গ গড়ে তুলুন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ ভাবে সরকারের কাছে ন্যায্য দাবি জানাতে হবে। সরকারিভাবে বিভিন্ন প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার কৃষকবান্ধব, কৃষকদের সুখে দুঃখে অতীতেও পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড, খামারবাড়ি, ঢাকার নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো: ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ আখতারুজ্জামান, কৃষিবিদ আবু ইউসুফ মিঞা, কৃষিবিদ মোজাদ্দীদ আল শামীম, তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষক মন্ডলী-সহ বিআরআরআই(ফল), বিএআরআই(গম), এসআরডিআই, ডিএই, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট এর কর্মকর্তারাসহ তুলা চাষীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.