দাম বেড়েছে পিয়াজের


পঞ্চগড় প্রতিনিধি:  মাত্র এক সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। অথচ দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। কোরবানির ঈদ সামনে রেখে এই পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

ব্যবসায়ীদের কারসাজিতেই পিয়াজের দাম বাড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আর ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদন কম হওয়ায় সরবরাহ কম। চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেড়েছে।

তথ্যমতে, জুলাইয়ের শুরুতে বিভিন্ন বাজারে প্রতিকেজি দেশি পিয়াজ ৩০ এবং ভারতীয় পিয়াজ ২০ টাকায় বিক্রি হয়েছে।

অথচ গতকাল রবিবার/  আজ সোমবার (৮ জুলাই) বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পিয়াজ ৪৫ থেকে ৫০ এবং ভারতীয় পিয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।

পঞ্চগড় পাইকারি বাজারে দেশী পিয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা এবং ভারতীয় পিয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজিতে। আর খুচরা বাজারে এসে বাড়ছে আরও অন্তত ৫ থেকে ১০ টাকা। এতে ৪০ টাকার নিচে কোনো পিয়াজই পাওয়া যাচ্ছে না বর্তমান বাজারে।

পঞ্চগড় কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক, জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে বলেন, ভারত থেকে আমদানিকৃত পিয়াজ হিলিতে দাম বেশী এবং দেশে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বাড়ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.