দামেস্কে ইসরায়েলি বিমান হামলা, নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন।
মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি হামলায় সাফা আহমদ নামে তাদের টেলিভিশন প্রেজেন্টার নিহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় এক গাড়িতে আগুন জ্বলছে।
তবে তিনজন নিহত বেসামরিকের মধ্যে ওই নারী প্রেজেন্টারও আছেন কিনা- তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।
লেবাননে ইসরায়েলের একের পর এক অতর্কিত হামলার মধ্যেই সিরিয়ায় এই হামলার ঘটনার খবর এলো। গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭২ জন।
এদিকে লেবাননে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.