দামুড়হুদায় ভৈরব নদীর উপর পানি নিয়ন্ত্রন অবকাঠামো (ওয়্যার) নির্মান কাজের শুভ উদ্বোধন করলেন – এমপি টগর 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: ভৈরব নদ পুনঃখনন প্রকল্প (২য় পর্যায়ে) এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্র্রতিশ্রুতি প্রকল্প) অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার (সুবল পুর -পাটাচোরা) ভৈরব নদের উপর ৩১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ২৬২ টাকা ব্যয়ে  কিঃমিঃ ৮৪, ৯০০তে পানি নিয়ন্ত্রন অবকাঠামো (ওয়্যার) নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  চুয়াডাঙ্গা -২ আসনের উন্নয়নের সারথী সংসদ সদস্য হাজি মোঃ আলী আজগর টগর এমপি।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় দামুড়হুদার সুবলপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হাজি মোঃ আলী আজগর টগর এমপি বলেন নদী খনন প্রকল্পের নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রা থেকে ব্যবসা-বাণিজ্য সবই নদী কেন্দ্রিক। তাই, নদী ও নদীর পানি রক্ষা এবং পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন এলাকায় নদী ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় অকাল বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বহমান নদী রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ, লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান -দর্শনা পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ শহিদুল ইসলাম ও তমা কনট্রাকশন এন্ড কোম্পানি  লিঃ স্বত্বাধিকারী  হাজি নাসির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল করিম বিশ্বাস, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী,কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, বিশিষ্ট  ব্যবসায়ী আব্দুল মালেক, আ,লীগনেতা সাবেক চেয়ারম্যান, খলিলুর রহমান ভুট্র, হাবিবুল্লাহ বাহার, শফিকুল ইসলাম, নজির আহমেদ, সারোয়ার হোসেন,আব্দুল মমিন, সাবেক চেয়ারম্যান শাহ মোঃ ইনামুল করিম ইনু, আলী আহমেদ সোনা, হামিদুল্লা বিশ্বাস, রেজাউল করিম,শফিউল কবির ইউসুফ, সাইদ খোকন, আব্দুল কাদের বিশ্বাস, আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল,আশাবুল হক,আব্দুল লতিফ মিল্টন, যুবলীগনেতা আব্দুস সালাম ভুট্র, আব্দুল হান্নান ছোটো, এসএম মহাসিন, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজ কচি, মেহেদি মিলন, মনি ফুরুই,লিটন, ফারুক, তারিক, ছাত্রলীগনেতা জামিরুল ইসলাম, তুহিন, খায়রুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.