দামুড়হুদায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুর : ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: সরকারি ভাবে বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ থাকায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে অসুস্থ কুকুর। সেই সাথে ক্ষত-বিক্ষত অসুস্থ কুকুর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র জায়গায়।
ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ,দূষিত হচ্ছে পরিবেশ। যেন দেখার কেউ নেই। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা একটা জনবহুল ঐতিহ্যবাহী বাজার।
বিশেষ করে কার্পাসডাঙ্গা মাংসের বাজার হিসেবে রয়েছে সুনাম। যে কারণে বেওয়ারিশ কুকুরের উপদ্র বৃদ্ধি পাই মাংসের বাজারে। যতই দিন যাচ্ছে,ততই বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা।
সেই সাথে কে বা কারা ধারাঁলোর অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছে কুকুর গুলোকে, যার কারণে ক্ষত-বিক্ষত স্হান গুলোতে ধরছে পচন, ছড়াচ্ছে বিকট দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ।
কুকুরে কামড়ে আহত হচ্ছে পথচারীরা। কুকুন নিধন বন্ধ থাকার কারণে বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুর নিধন করা না হলে কুকুরের বাজারে পরিনত হয়ে যাবে কার্পাসডাঙ্গা বাজার।
এলাকাবাসীর দাবী ক্ষত-বিক্ষত কুকুর গুলোকে চিকিৎসা দেয়া হউক। না হলে অসুস্থ কুকুরকে করা হউক নিধন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গাপ্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.