দামুড়হুদায় উপজেলা কৃষক সমিতি গঠন : ফুলেল শুভেচ্ছা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে দেনদরবারের মধ্যদিয়ে সমস্যার সমাধান, সরকারি সেবাবৃদ্ধি, দূর্যোগকালিন সরকারি সুযোগ সুবিধা আদায়সহ প্রান্তিক চাষিদের ভাগ্য পরিবর্তণের লক্ষে দামুড়হুদায় উপজেলা কৃষক সমিতি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুজ্জামানের সার্বিক তত্তাবধানে ইউনিয়ন পর্যায়ের কৃষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কৃষক শামসুল ইসলামকে সভাপতি এবং শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী উপজেলা কৃষক কমিটি (সিআইজি) গঠন করা হয়। ফরিদ আহম্মেদকে সহসভাপতি, ইদ্রিস আলীকে যুগ্মসম্পাদক, তফসির আহম্মদকে সাংগঠনিক সম্পাদক, শাহানেয়াজকে কোষাধ্যক্ষ, আব্দুর রাজ্জাককে দপ্তর সম্পাদক, ফজলুল হককে প্রচার সম্পাদক, স্বপ্না বিশ্বাসকে মহিলা বিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম, কামরুজ্জামান, সেলিম হোসেন এবং নাছিমা খাতুনকে কার্যনির্বাহী সদস্য মনোনিত করা হয়।
এ ছাড়া কৃষক নাসির উদ্দীন, আব্দুল আলীম, আহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক এবং আবুল খায়েরকে উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে। কমিটি গঠন শেষে দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দামুড়হুদা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে যান এবং উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.