দামুড়হুদার হরিরাম পুরে দু:স্হ্য কল্যাণ সংস্হা উদ্দ্যেগে অসহায় দু:স্হ্য পরিবারের মাঝে অর্থ বিতরণ করলেন 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:  মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি পেতে পারি না…. উপমহাদেশের বিখ্যাত শিল্পী মান্না ‘দে  কন্ঠে গাওয়া গান আজ সত্যি হলো – দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর  দু:স্থ্য কল্যান স:স্থার উদ্দ্যেগে ১১টি  দু: স্হ্য পরিবারের মাঝে অর্থ বিতরণ করেন।
আজ মঙ্গলবার  রাত সাড়ে ৭ টায় হরিরাম পুর দু:স্হ্য কল্যাণ সংস্হা প্রাঙ্গনে সংগঠনের সভাপতি জামাল খাঁ’র সভাপতিত্বে এ অর্থ বিতরণ  করেন। অর্থ বিতরণের ধরণ ছিল কন্যাদায়গ্রস্হ, চিকিৎসা, পরিবারের মাঝে অস্বচ্ছলতা। অর্থ বিতরণের সময় উপস্হিত ছিলেন শিক্ষক (অব:) লিয়াকত আলী, শিক্ষক (অব:) সেলিম উদ্দীন, শিক্ষক (অব:) শফিকুর রহমান শাফিক, সংগঠনের সেক্রেটাবী রফিকুল ইসলাম (এপি), ক্যাশিয়ার আলাল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর, দেলোয়ার হোসেন, আবুল কাসেম,  আজিজুল ইসলাম, শাহাবদ্দীন,  জামাল উদ্দিন ( সাবেক মেম্বার), আব্দুল মান্নান,  আসলাম শেখ, আমিরুল বিশ্বাস,  আবুল বিশ্বাস, জামাল বিশ্বাস,  কুদ্দুস মল্লিক, শহিদুল শেখ,   হক সাহেব, লাল্টু মাষ্টার,  ইদ্রিস আলী ( মুহুরি ), আবুল কালাম, দেলদার হোসেন, নইম উদ্দীন ( ইউপি সচিব ) প্রমুখ। উল্লেখ্য হরিরামপুর গ্রামের  ১১ টি দু:স্হ্য পরিবারের মাঝে  ৫৪ হাজার টাকা বিতরণ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.