দামুড়হুদার সুবলপুর গ্রামের রাস্তাটি বেহাল দশা :  ভ্রোগান্তি চরমে

প্রতীকী ছবি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর মাঝপাড়ার মসজিদ হতে সুলতান আলীর বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা।
বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে। গাড়িচালক, পথচারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে অনেক বছর ধরে।
তবে এবার সেই উপায়ও নেই। তার উপর বৃষ্টিতে পুরো সড়কের যাচ্ছে-তাই অবস্থা। শুধু গাড়ি চালক নয়,পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠছে এ রাস্তা। এ রাস্তাটি দিয়ে গ্রামের শত শত মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে।
অনেক মানুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার উপর। কিন্তু রাস্তার এ বেহাল দশায় স্কুল শিক্ষক আক্তারুজ্জামান বাবু  বিটিসি নিউজকে বলেন, রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার মতো পরিবেশ নেই।
ব্যবসায়ী তারিকুল বিটিসি নিউজকে জানান, রাস্তাটি ছিল ইটের সোলিং, বেশ কয়েক বছর মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পল্লী চিকিৎসক আক্তারদি বিটিসি নিউজকে জানান, রাস্তার উপর ময়লা আবর্জনা, টিউওবয়েলের পানি এমন কি পায়খানার পানি পর্যন্ত রাস্তার উপর গড়ে আসে। তারপর ও এসবের উপর দিয়ে চলাচল করতে হয়।
ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, আমরা পুরোপুরি অসহায়। রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়ত করে।  অনেক গাড়ি যাতায়াত করে এ রাস্তাটি দিয়ে। জানিনা ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি সহ্য করতে হবে।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা  ইউনিয়ন পরিষদের চেয়্যারমান খলিলুর রহমান ভুট্র বিটিসি নিউজকে বলেন, রাস্তাটি বিষয়ে আমাকে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন।এই মুর্হুতে কিছুই করার নেই। এ বিষয়টি নিয়ে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মো: আলী মুনছুর বাবু’র সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.