দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবি অভিযানে হুন্ডির সাড়ে ৩০লাখ টাকা সহ পাচারকারী রাজ্জাক আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:  চুয়াডাঙ্গার দামুড়হুদা মুন্সীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময়ে সাড়ে  ৩০ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক(৩৪) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ রোববার সকাল ৮ টার দিকে কুতুবপুর গ্রামের পৃর্বপাড়া কবরস্থান মোড়  থেকে তাকে আটক করে মুন্সিপুর  বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটককৃত আব্দুর রাজ্জাক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর পশ্চিমপাড়ার  মৃত জামাত আলী মোড়লের ছেলে।

বিজিবি প্রেস বিফ্রিং সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি হুন্ডির চালান কুতুবপুর  মাঠের ভিতর দিয়ে দিয়ে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিরত মুন্সিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মতিউর রহমান সঙ্গীয়  সদস্য নিয়ে সেখানে অভিযান চালিয়ে  ৩০ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি টিভিএস ১০০  সিসি মোটর সাইকেল সহ আব্দুর রাজ্জাক কে আটক করে।

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নস্হ মুন্সিপুর বিজিবি ক্যাম্পে সুবেদার মতিউর রহমান বিটিসি নিউজকে জানান, আটককৃতের নামে অর্থ পাচারের মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গার মুন্সিপুর গ্রামের আযুব নবী ধড়িখুলার ছেলে জান্টু(৪০)আবুল মাষ্টারের ছেলে সাইফুল ইসলাম (৩৫) নুর ইসলামের বিল্লাল হোসেন (৪০), রতন ধড়িখুলার ছেলে শহিদুল ইসলাম(৪৫) ও গরিব ধড়িখুলার ছেলে আতিয়ার রহমান(৩৫)।

এদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও হুন্ডির টাকা পাচার করার অভিয়োগ রয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.