দামুড়হুদার নাটুদায় আ’লীগ মনোনীত প্রার্থী শফি’র নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার নাটুদা ইউনিয়ন পরিষদে নির্বাচনে আ,লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফি’র নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার চারুলিয়া শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আ,লীগ নেতা জামাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময়সভায় আ’লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন এ জাতিকে উপহার দিয়েছেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৯ মার্চ নাটুদা ইউপি  নির্বাচনে আমাকে নৌকা প্রতিক দিয়েছেন।
আপনাদের সহযোগিতা নিয়ে আগামী ২৯ মার্চ  ইউনিয়নবাসী কে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য উৎসাহিত করার আহবান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ,লীগ নেতা মুজিবনগর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন,  সেলিম খান,নিয়াজ খান, জসিম উদ্দিন, জহিরউদ্দিন, ফারুক হোসেন, নেয়াজ শেখ,নওশাদ আলী, আবুল কাশেম, ফেরদৌস আলী, হাবিবুর রহমান যুবলীগ নেতা সোহরাব হোসেন, বাহালুল, ছাত্রলীগ নেতা লিমন খান, লিঙ্কন,লিজন শেখ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.