দামুড়হুদার কুড়ুলগাছি বাজারে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিস্কার করলেন চেয়ারম্যান ইনু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর বাস্তবায়নে নিজ হাতে ময়লা-আর্বজনা পরিস্কার করলেন দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. ইনামুল করিম ইনু।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দামুড়হুদার কুড়ুলগাছি বাজারে দোকানের সামনে থেকে ময়লা-আবর্জনাস্তর পরিস্কার করেন।নিজ হাতে ময়লা -আবর্জনা পরিস্কার করায় স্থানীয় ব্যবসায়ীরা দোকানের আশে-পাশে  ময়লা -আবর্জনা পরিস্কার করার জন্যে তোড়জোড় শুরু করে দেন।
ইউপি চেয়ারম্যান শাহ্ মো. ইনামুল করিম ইনু বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ২০১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছেন। এর ধারাবাহিকতায় পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর ঘোষনা করেছেন বর্তমান সরকার।
আমরা ইউনিয়ন পরিষদ থেকে, গ্রাম ভিক্তিক আলোচনা সভা, মাইকিং  করেছি। মাইকিং করার পর ও ব্যবসায়ীরা কোনো কর্ণপাত করছে না, বিধায় আমি নিজেই ঝুড়ি কোদাল নিয়ে মাঠে নেমেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.