দামুড়হুদার কার্পাসডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগ সহ অঙ্গ সংগঠন যথাযথ মর্যাদায় পালন করেছে।
দলীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে।প্রভাতভেরি শেষে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের শহীদ মিনারে আ,লীগ,যুবলীগ,কৃষকলীগও ছাত্রলীগ নেতৃবৃন্দ  পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ,লীগের সহ- সভাপতি সহিদুল হক।
এ সময় উপস্হিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুুুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেসুর রহমান রিপন, আওয়ামী লীগনেতা মজিবার রহমান, আমিরুজ্জামান বাচ্চু, সমির আলী, আশরাফ আলী হযরত আলী, বাহাদুর আলী, লুৎফর রহমান ,রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, শওকত আলী, শহিদুল ইসলাম সর্দ্দার, নুর ইসলাম, আব্দুল হান্নান, ইউনুস আলী, রবিমন্ডল ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম এপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, সাংস্কুতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, সহ-সম্পাদক মঞ্জুর রাশেদ তুহিন, যুবলীগনেতা আব্দুল কাদের হিরক,জাব্বার খাবলি, ফারুক, জাফর, আক্তার,জাহাঙ্গীর আলম, আবুল হাশেম, মেশকাত, মইফুল, মতিয়ার, তারিক মোল্লা, জিয়া, লাবু,ফরহাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন,ছাত্রলীগ নেতা রকিবুল, প্রিন্স সাজ্জাদ, ফরিদুজ্জামান রানা,শিবলু, মানিক, সাদিক, রাব্বি, সেলিম, শাহজাহান খান প্রমুুখ।
অনুষ্ঠানে সকল ভাষা শহীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম কিশ্বাস। অপর দিকে কার্পাসডাঙ্গা ইউপি এলাকায় সকল প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.