দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ৪৪ তম প্রয়াণ দিবস পালিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বাংলা সাহিত্যের অনন্য রূপকার তিনি। কাব্যময়তায় ছড়িয়েছেন বিদ্রোহের দাবানল, অন্যদিকে প্রেমময়তা। লিখেছিলেন, ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’।
সঙ্গীতে সৃষ্টি করেছিলেন অনন্য ধারা। দিয়েছিলেন নিত্যনতুন রাগ-রাগিণী আর শব্দের ব্যঞ্জনা। শুধু কলমে নয়, দেশ মাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। লেখায় লেখায় ছড়িয়ে দিয়েছেন অসাম্প্রদায়িকতার বাণী।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও নজরুল স্মৃতি সংসদের যৌথ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় কার্পাসডাঙ্গায় পালিত হয়েছে।
এ উপলক্ষে কার্পাসডাঙ্গা মিশনে দুই মাস অবস্হিত জাতীয় কবি’র স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সম্মুখে স্হাপিত নজরুল ফলকে পুষ্পঅর্পন করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্‌ ইয়া খান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা ভুমি কর্মকর্তা মো. মহিউদ্দিন ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি আব্দুল গফুর ও মুখপাত্র সাইফুল ইসলাম।মুখপাত্র সাইফুল ইসলাম বিটিসি নিউজ প্রতিবেদককে জানান, সারা পৃথিবী আজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস সংক্ষিপ্ত পরিসরে  রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.