দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পরিচ্ছন্ন গ্রাম -পরিচ্ছন্ন শহর বাস্তবায়নে ইউনিয়ন কমিটির সভা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব বর্ষ কে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষে পরিচ্ছন্ন গ্রাম – পরিচ্ছন্ন শহর বাস্তবায়নে কার্পাসডাঙ্গা ইউনিয়ন কমিটির সভা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগের সভাপতি শফিকউর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, কার্পাসডাঙ্গা জনতা ব্যাংক শাখার ব্যবস্হাপক রশিদুল আলম,  পপ কর্মকর্তা জামসেদ আলী, বিজিবি সদস্য রকিবুল  ইসলাম,উপসহকারি কৃষি কর্মকর্তা মামুন উর রশিদ, শিক্ষক নাজমুল আহসান, আনিসুল হক কামাল হোসেন, বিলাল হোসেন, জাকির হোসেন, ইমদাদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, বাজার কমিটির সভাপতি ইমদাদুল হক ইমন, সেক্রেটারী  মিঠু বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাকিম, রহিমা খাতুন, গুলছোন খাতুন, মুকুল মোল্লা, মনিরুজ্জামান, মন্টু মেম্বর, সিরাজুল ইসলাম, আশাদুল হক, আসলাম উদ্দিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.