দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে পেয়াঁজের মূল্যে দিনদিন বৃদ্ধি 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক ভাবে দিনে দিনে হু হু করে বাড়ছে। পেঁয়াজের বাজার মূল্য কিছু দিন ধরে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় ক্রেতাগন চরম দুর্ভোগে পড়েছেন।
কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার মূল্য হঠাৎ করে চড়া হওয়ায় পেঁয়াজের সাথে এখন মুলা মিশিয়ে ক্রেতাদের সন্তোষের চেষ্টা করছেন।
অপর দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের সিংহভাগ খেটে খাওয়া মানুষেরা পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে পড়েছেন চরম হতাশায়, অনেকে বাধ্য হয়ে তরকারির সাথে পেঁয়াজ না দিয়ে রান্না করছেন।
আজ সোমবার সকাল ১০টায়  কার্পাসডাঙ্গা বাজারে সরেজমিনে দেখা যায় দেশি পেঁয়াজের মূল্য -২৬০ টাকা এবং বিদেশী পেঁয়াজের মূল্য – ২৪০টাকায় বিক্রি হচ্ছে।
কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী  সুমন, আতিয়ার, ফারুকরা বিটিসি নিউজকে জানান, তারা চড়া মূল্যে পেঁয়াজ ক্রয় করে এনে অল্প লাভে তা বিক্রি করছেন।
এব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিঙ্কন বিটিসি নিউজকে বলেন, পেঁয়াজের ন্যায্য মূল্যের চেয়ে কেউ অধিক মূল্যে বিক্রি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.