দামুড়হুদার কার্পাসডাঙ্গায় লক ডাউনে কর্মহীন হয়ে পড়েছে শ্রুমিকরা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: টানা লক ডাউনে কর্মহীন হয়ে পড়েছে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের শ্রুমিকরা। ফলে তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে।
দেশে করোনা মহামারী প্রতিরোধে দফায় দফায় ঘোষণা করা হচ্ছে লক ডাউন। বন্ধ রয়েছে যানবাহন,দোকানপাট সহ বিভিন্ন ভূষিমাল ক্রয়ের আড়ৎ।
যতই দিন যাচ্ছে কর্মহীন হয়ে পড়েছে প্রতিষ্ঠানের শ্রুমিকরা। তারা পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। কার্পাসডাঙ্গা বাজারের শ্রুমিক সর্দার  ইকতার আলী (৬৫) বিটিসি নিউজকে জানান, বাইরে থেকে যানবাহন না আশায় দীর্ঘদিন ধরে বসে রয়েছে।
এদিকে এনজিও কিস্তি. সংসার খরচ কিভাবে করবো দু:শ্চিন্তার মধ্যে আছি। দিন আনি দিন খায়, কবে যে মহামারী করোনার প্রার্দুভাব কমবে আল্লাহ জানে। শ্রুমিকদের দাবী লকডাউনে তাদের দিকে সাহায্যে জন্য স্হানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনের সু-নজর কামনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.