জানা গেছে, দামুড়হুদার মুক্তারপুরে নজরুল ইসলাম জমি ক্রয় করে একই গ্রামের সুদিন শেখের কাছে ৩৬ শতক,তার চাচা হোসেন আলীর কাছে ৭৩ শতক ও তার ফুফুদের শরিকানা অংশ ৬৬ শতক।নজরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, আমি জমি ক্রয় করার পর দীর্ঘ ৪২ বছর ধরে চাষাবাদ করে আসছি।
হঠাৎ করে সুদিন শেখের ছেলে আবু সিদ্দিক জমিটি নিজের দাবী করে গতকাল বুধবার দিবাগত রাতে মুক্তারপুর বেনাজল মাঠে আমার চাষকৃত ৩ বিঘা জমির মধ্য ১ বিঘা জমির পুরো ভুট্টা কেটে বাড়ি নিয়ে এসেছে।
গতকাল বুধবার সকালেও আবু সিদ্দিক লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুট্টা কেটে এনেছে। আমি কোথাও ন্যায় বিচার পাচ্ছিনা। তারা ক্ষমতা ও টাকার প্রভাব খাটিয়ে জোর করে আমার ফসল লুটপাট সহ জমি দখলের চেষ্টা করছে।আমি তাদের বলেছি জমি তোমরা আদালত থেকে পাওনা করলে ছেড়ে দেবো।
তারা জানে বিজ্ঞ আদালতে তারা জিততে পারবে না। কারন জমি আমার কেনা। দলিল আমার। আমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। তিনি আরো জানান আমার ও আমার পরিবারকে তারা নানান ভাবে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে জানতে আবু সিদ্দিকের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.