দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভি ডব্লিউ বি কার্ড ও চাল বিতরণ অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে “স্বনির্ভরতার জন্য সহায়তা”এ মূলনীতির অনুসরন করে মহিলা বিষয়ক মন্ত্রালয়াধীন ভালনাবেরল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায ২০২৫-২০২৬ চক্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৪৪৫ জন উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাডে ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ভিডব্লিউবি কার্ড ও খাদ্য (চাল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমানের সঞ্চালনায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, আলমগীর হোসেন, আ:রাজ্জাক মেম্বর, আ:সালাম, নুর মোহাম্মদ ভগু,মাহবুবুর রহমান, দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরা পারভীন, উদ্যোক্তা হারুন, হীরা খাতুন, ওমিদুল হক, প্রদীপ বিশ্বাস প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.